Target Amount: 400,000.00 BDT
Collected Amount: 94,750.00 BDT
Remaining Amount: 305,250.00 BDT
Paid Amount: 0.00 BDT
Remaining Amount in A/C: 94,750.00 BDT
Donation Closed at: Dec 22, 2023
  • By Golam Rabbi
  • Nov 23, 2023
Help Fund For Treatment of Ajoy's Mother

সুধী,

আসসালামুআলাইকুম।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বিভাগের বিএসসি কোর্সের ২৮ তম ব্যাচের (জাবি ৪৮ তম ব্যাচ) ছাত্র অজয় সরকারের মা সম্প্রতি থাইরোয়েড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অতি দ্রুত তার একটি সার্জারি দরকার। চিকিৎসক জানিয়েছেন যে, তার চিকিৎসা বাবাদ আপাততঃ ৪,০০০০০ টাকা (চার লাখ টাকা) লাগবে। পারিবারিক কিছু আর্থিক সমস্যা থাকার কারনে, অজয় তার মায়ের চিকিয়সা খরচের সহযোগিতার জন্য আমাদের অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ও আমাদের বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ গোলাম মোয়াজ্জাম স্যারের নিকট সাহায্যের আবেদন করে। স্যার তাকে সহযোগিতার জন্য আমাদের আমাদের অ্যালামনাই এসোসিয়েশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেন।

আমাদের সংগঠনে এখনো অবধি কোনো স্থায়ী চিকিৎসা সাহায্য তহবিল নেই। তাই আমারা আপনাদের সবার সরনাপন্ন হয়েছি।  সিএসই পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সৈকতের পাশে দাড়ানো।  সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো অজয়ের পাশে দাড়ানোর।

 


Share with your social network