আমাদের সিএসই বিভাগের আণ্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২৫ তম ব্যাচের ছাত্র, শাহ মোস্তাক আহমেদ (সৈকত), গত ২৩ নভেম্বর'২০২২ তারিখ আনুমানিক সকাল ৯ঃ০০ টার দিকে সাভারের গেণ্ডা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে তার ইউরিনারি ব্লাডার ফেটে যায় এবং ইউরিনারি সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। সে এখন এনাম মেডিকেল হাসপাতাল ও কলেজে চিকিৎসাধীন আছে। চিকিৎসা বাবদ আনুমানিক ৩ লক্ষ টাকার প্রয়োজন, যা তার নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব।
সৈকতের সহপাঠীরা প্রানপনভাবে চেষ্টা করছে তার চিকিৎসা খরচ যোগানোর জন্য। আমাদের অ্যালামনাই এসোসিয়েশনের কাছে তারা একটা আবেদন করেছে এ চিকিৎসার কিছুটা খরচ বহনের জন্য।
এমতাবস্থায় সিএসই পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সৈকতের পাশে দাড়ানো।
তারই প্রেক্ষিতে এই পোস্ট।