Target Amount:
                                                    1,000,000.00 BDT
                                            
                    
                    
                        Collected Amount: 186,502.00 BDT
                    
                    
                    
                        Remaining Amount:
                                                    813,498.00 BDT
                                            
                
                
                    
                        Paid Amount: 186,502.00 BDT
                    
                    
                    
                        Remaining Amount in A/C: 0.00 BDT
                    
                
                
                                            
                            Donation Closed at: Thursday, 21 July 2022
                        
                                    
             
            
            
        
        
        
            
Staying beside M. Siddikur Rahman (First Batch) for his treatment 
        
     
    
        
            
আমাদের বিভাগের আণ্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ১ম ব্যাচের অ্যালাম্নাই সদস্য জনাব মোঃ সিদ্দিকুর রহমান ভাইয়ের, গত বছরের নভেম্বর মাস থেকে ঘাড়ের ও কোমরের স্পাইনাল কর্ডে (Cervical Spondylosis, 4 Disks) সমস্যা ধরা পড়ে। প্রথমে নিউরো মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে এমআরআই করার পর ডাক্তার জানান অবস্থা অনেক জটিল। শুধুমাত্র ওষুধ/থেরাপী দিয়ে কাজ হবে না বলে জানান। ডাক্তার উনাকে নিউরো সার্জারী বিশেষজ্ঞ দেখাতে বলেন। নিউরো সার্জারী ডাক্তার রিপোর্ট দেখে বলেন সার্জারী করাতে হবে। এ ধরণের সার্জারী বাংলাদেশে অনেক ঝুকিপুর্ন। তাই উনি এ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চিন্তা করেন। দেশ ও বিদেশ উভয় জায়গাতেই এ চিকিৎসা অনেক ব্যয় বহুল। ভারতে হাসপাতালের বিলসহ অপারেশন খরচ, পরীক্ষা-নিরীক্ষা খরচ, ওষুধের খরচ, আসা-যাওয়ার খরচ, থাকা-খাওয়ার খরচ ও অন্যান্য খরচসহ শুধুমাত্র ঘাড়ের মোট খরচ বাবদ অন্তঃত ১৫ লাখ টাকার প্রয়োজন। এমতাবস্থায় একজন সিএসই পরিবারের সদস্য হিসেবে ভাইয়ার পাশে দাড়ানো আমাদের সকলের কর্তব্য।
 
এ বিষয় নিয়ে আমাদের এলাম্নাই এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এবং উক্ত সভা থেকে এলাম্নাই এসোসিয়েশনের মাধ্যমে সিদ্দিকুর রহমান ভাইকে অন্তঃত ১০ লক্ষ (দশ লক্ষ টাকা) সংগ্রহ করে দেয়ার সিদ্ধান্ত হয়।আমাদের সিএসই পরিবারের দেশে বিদেশে অবস্থানরত সকল সদস্য হাত বাড়ালে এ টাকা অতি অল্প সময়ের মধ্যেই উঠে যাবে, ইন শা আল্লাহ।
 
 
 
আসুন, আবার আমারা প্রমান করি যে, আমরা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই পরিবারের সদস্য।
 
         
     
    
        
    
        
        Share with your social network